ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : ভ্রাতৃত্ব ও ত্যাগের অনন্য উদাহরণ, চর বৈশাখী থানারহাট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চর ওয়াপদা ইউনিয়নের ০৭,০৮,০৯ নং ওয়ার্ড ও বাজার ব্যবসায়ীদের সম্মানে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রায় ৬০০ জন রোজাদার এতে অংশ নেন এবং সফলভাবে আয়োজন সম্পন্ন হয়।
চর ওয়াপদা ইউনিয়নের পূর্বাঞ্চলের জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসমাঈল হোসেন মানিক। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু ইউসুফের সঞ্চালনায় ইফতার মাহফিল শুরু হয়। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,শহর ওলামা বিভাগের দায়িত্বশীল সহকারী অধ্যাপক মাওলানা বেলাল হোসেনসহ প্রমুখ।
আরোও উপস্থিত ইউনিয়ন সমাজ কল্যাণ বিভাগের পরিচালক মাওলানা আশ্রাফ আলী, উপজেলা সিএনজি ও অটো শ্রমিক সভাপতি সাংবাদিক আরিফ সবুজ, ইউনিয়ন শ্রমিক সভাপতি নুর উদ্দিন, ইউনিয়ন পেশাজীবি সংগঠনের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক আবদুল কাদের স্যার, ইউনিয়ন পেশাজীবি সংগঠনের ডাক্তার মনিরুল হক, ০৮ নং ওয়ার্ড সভাপতি মুফতি মাওলানা নজরুল ইসলাম, ০৯ নং জামায়াতের সভাপতি মাওলানা ইউনুছ আলী, সুবর্ণচর পূর্ব থানা শাখার ছাত্রশিবিরের সেক্রেটারি ছাত্রনেতা আবু তাহের সোহাগ, ০৭ নং ওয়ার্ড সভাপতি ছালাহ উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে এক মানবিক দৃশ্য দেখা যায়। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা তাঁদের নিজ ভাগের বিরিয়ানির প্যাকেটটি হাসিমুখে উপস্থিত রোজাদারদের হাতে তুলে দেন। এ সময় তারা আনন্দিত চিত্তে শুধু খেজুর ও পানি দিয়ে ইফতার করেন। তাদের এই আত্মত্যাগ ও মানবিকতা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
সুধীজনদের উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্যঃ
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি মানবতার সেবার এক মহান আদর্শ। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের এই মহতী উদ্যোগ তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আরও বলেন, ইসলাম শান্তি, সহমর্মিতা ও আত্মত্যাগের শিক্ষা দেয়, যা এ আয়োজনে প্রতিফলিত হয়েছে।
সমাজে সম্প্রীতি ও ইসলামের মূল্যবোধের চর্চা,এ ধরনের ইফতার আয়োজন শুধু রোজাদারদের জন্য নয়, বরং সমাজে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে সমাজের সব শ্রেণির মানুষ উপকৃত হতে পারে।
রোজাদারদের প্রতিক্রিয়া ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। ইফতার মাহফিলে অংশগ্রহণকারী রোজাদাররা এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং ভালোবাসা, আত্মত্যাগ ও ইসলামী মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের এই মহতী উদ্যোগ সমাজে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
0 মন্তব্যসমূহ