সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবে জামায়াত ইসলাম

ইউনুছ শিকদার, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখা।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় এক রেস্টুরেন্টে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন স্থানীয় জামায়াত ইসলাম।

কবিরহাট উপজেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি মনিরুল ইসলাম এর সঞ্চালনা ও উপজেলা জামায়াতের আমীর ফখরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াত ইসলাম এর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক। সাংবাদিক জহিরুল হক জহির এর প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন ফারুক বলেন, এখন থেকে জামায়াত ইসলাম সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন। উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন ভূঞা, উপজেলা বায়তুলমাল সম্পাদক, জনাব ওলি উল্লাহ, পৌরসভা আমীর মাওলানা ফজলুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।